প্রথম পাতা খবর বাড়ছে ডেঙ্গির দাপট, স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

বাড়ছে ডেঙ্গির দাপট, স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

462 views
A+A-
Reset

কলকাতা: বাড়ছে ডেঙ্গির দাপট। কলকাতা-সহ শহরের গণ্ডি ছাড়িয়ে জেলাতেও বাসা বেঁধেছে ডেঙ্গি। ডেঙ্গি প্রতিরোধে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা।

বর্ষার জমা জলে বাড়ছে এডিস ইজিপ্টাই-এর সংসার।ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর-সর্দি-কাশি। রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট। কলকাতা পুরসভার নির্দেশিকায় বলা হয়েছে, ডেঙ্গি ভাইরাল রোগ। নির্দিষ্ট করে যার কোনও চিকিৎসা এখনও অবধি নেই। এক্ষেত্রে একমাত্র পথ ‘সাপোর্টিভ ট্রিটমেন্ট’। প্রতি বছরই বর্ষা এলে মাথাচাড়া দেয় ডেঙ্গি। একটা ছোট্ট ভাঁড়ে জল জমলেও তাতে জন্মাতে পারে এডিস ইজিপ্টি মশার লার্ভা।

স্কুলগুলির উপর জোর দিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলচত্বর, স্কুলের ছাদ, আশেপাশের এলাকায় কোনওভাবেই ময়লা জমতে দেওয়া যাবে না। পুরনিগমের ভেক্টর কন্ট্রোল বিভাগের কর্মীদের সঙ্গে যেন সবরকম সহযোগিতা করা হয় স্কুলের তরফে। অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগের তরফে পরিদর্শনে গেলে তাদের যেন সবরকমভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়।

এ ছাড়াও পড়ুয়াদের স্কুল পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়। শরীরের অধিকাংশ অংশ ঢাকা থাকে এমন পোশাক অর্থাৎ ফুল হাতার শার্ট, ফুল ট্রাউজর পরানোর পরামর্শ দিয়েছে কলকাতা পুরনিগম। স্কুলের কোনও পড়ুয়া যদি ডেঙ্গি আক্রান্ত হয়, সেক্ষেত্রে স্থানীয় পুরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে জানানোর কথা বলা হয়েছে কলকাতা পুরনিগমের তরফে। তবে শুধু ডেঙ্গি নয়, জ্বর এলেই তাদের জানানোর কথা বলা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.