প্রথম পাতা খবর পালকের মতো চাঁদের মাটিতে নামল ‘বিক্রম’, এর পরে কী ঘটবে?

পালকের মতো চাঁদের মাটিতে নামল ‘বিক্রম’, এর পরে কী ঘটবে?

414 views
A+A-
Reset

১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল ভারতের চন্দ্রযান-৩। ৪১ দিনের রোমাঞ্চকর যাত্রার পর বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে ফেলল চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। অভিযান সফল হলে এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের চন্দ্রযান। এটা এমন একটা কীর্তি, যা কোনো দেশ এত দিন অর্জন করতে পারেনি।

এ দিন চন্দ্রযানের সাফল্যের রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তেৃ। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।’’

ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার পরে, বিক্রমের এক পাশের প্যানেলটি খুলে যাবে। তাতে প্রজ্ঞান রোভারের বেরিয়ে আসার জন্য একটি পথ তৈরি হয়ে যাবে। প্রজ্ঞানের চাকায় তেরঙা এবং ইসরোর লোগো এমবস করা হয়েছে।

বিক্রমের অবতরণের চার ঘণ্টা পর ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান। এরপর এটি নেভিগেশন ক্যামেরা দিয়ে চন্দ্রপৃষ্ঠ স্ক্যান করবে। এছাড়াও, এটি ঘোরার সঙ্গে সঙ্গে চন্দ্রপৃষ্ঠে ত্রিবর্ণ এবং ইসরো লোগোর ছাপ রেখে যাবে, যা ভারতের ঐতিহাসিক কৃতিত্বের চিহ্ন তৈরি করবে।

এর পর রোভার চাঁদের বায়ুমণ্ডলের সংমিশ্রণে তথ্য সংগ্রহ করবে এবং ল্যান্ডারে সেই সব তথ্য পাঠাবে। সেই তথ্য নিয়ে ল্যান্ডারটি ইসরোর সঙ্গে যোগাযোগ করবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.