তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা ২০২১ সালের বিধানসভা ভোটে দলের প্রার্থী মিতালী রায় যোগ দিলেন বিজেপিতে। অভিষেক বন্দোপাধ্যায়ের সভার পরের দিনেই তিনি যোগ দেন বিরোধী শিবিরে।
২০২১-এ বিজেপির বিষ্ণুপদ রায়ের কাছে পরাজিত হন মিতালী। তবে বিষ্ণুপদবাবুর মৃত্যুতে ধূপগুড়ি উপনির্বাচনে আর দল তাঁকে প্রার্থী করেনি। তাঁর বদলে তৃণমূলের হয়ে লড়ছেন নির্মলচন্দ্র রায়। আগামী ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ধূপগুড়ি উপনির্বাচনের।
জানা যায়, উপনির্বাচনে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হন মিতালী। বারবার অভিযোগ করেছিলেন একুশের ভোটে হারের পর থেকে দলের কাছে তিনি ব্রাত্য হয়ে গিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও মিতালীর ক্ষোভ মেটানোর চেষ্টা করেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার যে গতকালের অভিষেকের সভাতেও উপস্থিত ছিলেন মিতালি। কিন্তু আজ আচমকাই দলবদল।
এ দিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দেন মিতালী। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন সুকান্ত।
আগের দিন অভিষেকের মঞ্চেই যোগ দিয়েছিলেন বিজেপির দাপুটে নেতা দীপেন প্রামাণিক। দীপেনবাবু সংগঠনের নেতা। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি হাতের তালুর মতো চেনেন। শনি আর রবিবার দুই দলবদল ঘিরে ভোট প্রচারের শেষ ধাপ জমে উঠেছে ধূপগুড়ি উপনির্বাচনে।