কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ উঠেছিল ‘অধ্যাপক’ রানা রায়ের বিরুদ্ধে। এ বার তাঁকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, অন্য একটি মামলায় রবিবার রাতে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
ঘটনায় প্রকাশ, রানা রায়ের বিরুদ্ধে টালা থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। বেলগাছিয়া ভেটেনারি কলেজ হাউসিংয়ের এক মহিলার অভিযোগ, বিগত বেশ কয়েক বছর ধরে রানা রায় নানাভাবে উত্যক্ত করছেন ওই মহিলাকে। ২০১৯ সাল থেকে মহিলার পিছু নিচ্ছেন রানা। আবাসনের ভিতরে অভিযোগকারিনীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি।
গত ২ সেপ্টেম্বর টালা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে রানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গ্রেফতার হওয়ার পর জানা যায়, রানা কোচবিহারের এবিএন সিল কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক। ইতিহাস বিভাগের শিক্ষক তিনি। সেই কলেজ সূত্রেই খবর, রানা গত চার মাস ধরে কলেজ যাননি। শেষ বার গত এপ্রিল মাসে কলেজে গিয়েছিলেন তিনি। তার পর থেকে ‘মেডিক্যাল লিভে’ রয়েছেন।
উল্লেখযোগ্য ভাবে, শুক্রবার রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার হুমকি চিঠি পান। বিষয়টি নিয়ে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। হুমকি চিঠিতে বলা হয়, ‘যাদবপুর কাণ্ডে আপনারা সৌরভ চৌধুরীকে ফাঁসিয়েছেন।’ পাশাপাশি চিঠিতে তাঁদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই হুমকি চিঠিতেই রানা রায় নামে ওই অধ্যাপকের নাম ছিল। ওই অধ্যাপকের ঠিকানাও সেখানে দেওয়া ছিল৷ অধ্যাপক অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন৷ তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগই নেই।