কলকাতা: মঙ্গলবার দুবাই ও স্পেন সফরে রওনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্প আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ যাওয়ার পরিকল্পনা। এ দিন সকালে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এ দিন দুবাইয়ে পৌঁছবেন তিনি। আজ সেখানেই থাকবেন। বুধবার মাদ্রিদে যাবেন। সেখানে বিজনেস সামিটে অংশ নেবেন। মাদ্রিদে তিনদিন থাকার কথা তাঁর। সেখানে বিজনেস সামিটে অংশ নেওয়ার পাশাপাশি সেখানকার বাঙালিদের সঙ্গেও দেখা করবেন। এরপর ট্রেনে বার্সেলোনা যাওয়ার কথা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস নিয়ে দু’দিনের বৈঠক করার কথা সেখানে।
মাদ্রিদের পাশাপাশি বার্সেলোনা যাবেন তিনি। বৈঠক করার সম্ভাবনা রয়েছে লা লিগা কর্তার সঙ্গেও। লা লিগার তরফে এক্স হ্যান্ডেলে তা জানানোও হয়েছে। বার্সেলোনায় ফুটবল নিয়ে একটি মউ সাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এবার মমতার সফরসঙ্গী হচ্ছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের তিন প্রতিনিধি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান লগ্নি টানতেই তাঁর এই সফর। তাঁর কথায়, ‘পাঁচ বছর আগে স্পেন বইমেলায় এসেছিল। তাদের আমন্ত্রণেই যাচ্ছি। দুবাইতে বিজনেস সম্মেলন আছে। এনআরআই-দের সঙ্গে বৈঠক আছে। সৌরভ (গঙ্গোপাধ্যায়) মাদ্রিদ যাচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোটিং একজন করে প্রতিনিধিও যাচ্ছেন”।