প্রথম পাতা খেলা এশিয়াডে পঞ্চম সোনা! শুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক ভারতের

এশিয়াডে পঞ্চম সোনা! শুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক ভারতের

323 views
A+A-
Reset

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের পঞ্চম সোনা। বুধবার মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা।

এ দিন মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের সিঙ্গলস ফাইনালে এসেছে জোড়া পদক। সোনা ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। সিফট কউর সামারা সোনা আর ব্রোঞ্জ জিতলেন আশি চোকসি। একটুর জন্য় রুপো হাতছাড়া হয় আশির। এর আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট।

প্রসঙ্গত, শিফট সামরা, আশি চোকসি, মানিন কৌশিক জুটি দিনের প্রথম পদক জেতেন। সেখান থেকে সিঙ্গলসের ফাইনালে প্রবেশ করেন শিফট সামারা ও আশি চোকসি। মানিন কৌশিক প্রবেশ করতে পারেননি। সিঙ্গলস ফাইনালে নেমে শুরু থেকেই দাপট দেখা যায় ভারতের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বারের এশিয়াডে পদক তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে ভারত। সোনা-৫, রুপো-৫ এবং ব্রোঞ্জ ৮টি নিয়ে মোট পদক সংখ্যা ১৮। ১০৬টি (সোনা-৫৯, রুপো- ৩৪ এবং ব্রোঞ্জ-১৩) নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চিন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.