কলকাতা: পঞ্চমীর সন্ধ্য়ায় জনজোয়ার মহানগরে। ভিড় যেন ছাপিয়ে গেল অন্যান্য বারের অষ্টমী, নবমীর সন্ধ্য়াকেও।কলকাতা: পঞ্চমীর সন্ধ্য়ায় জনজোয়ার মহানগরে। ভিড় যেন ছাপিয়ে গেল অন্যান্য বারের অষ্টমী, নবমীর সন্ধ্য়াকেও।
বাসে, ট্রেনে, গাড়িতে চেপে আশপাশের ছোট শহরগুলি থেকে কাতারে কাতারে মানুষ এলেন তিলোত্তমার উৎসবের আস্বাদ নিতে। আর রাজকীয় এই পার্বণে তাঁদের সঙ্গী হলেন মহানগরবাসী।
বৃহস্পতিবার দুপুরেও বোঝা যায়নি, সন্ধ্যা নামলে ভিড়ের চাপ এতটা বাড়বে। তবে উত্তর থেকে দক্ষিণ, এই ভিড়ের গন্তব্য ছিল টালা প্রত্যয়, শ্রীভূমি বা সুরুচি সঙ্ঘের মতো শহরের নামজাদা পুজোমণ্ডপই।
উত্তর কলকাতায় চতুর্থীতে যে জনসমাগম মাত্রাছাড়া মনে হচ্ছিল, পঞ্চমীর ভিড়ের কাছে তা তুচ্ছ। হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান নবীন পল্লির মতো স্বল্প পরিসরের মণ্ডপেও বিকেল চারটের পর থেকে ভিড় সামাল দিতে প্রাণ ওষ্ঠাগত হয়েছে স্বেচ্ছাসেবকদের।
শুধু কলকাতা নয়, ভিড় বেড়েছে জেলার পুজো মণ্ডপগুলিতেও। রাত বাড়তেই ভিড় বেড়েছে বিভিন্ন পুজো মণ্ডপে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলিতে পুজো দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষেরা। একই ছবি রাজ্যের প্রায় সর্বত্রই।