প্রথম পাতা খবর স্বস্তির মধ্যেই ভয় ধরাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত

স্বস্তির মধ্যেই ভয় ধরাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত

160 views
A+A-
Reset

কলকাতা: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ঠাকুর দেখতে ঢল নেমেছে মহানগরের রাস্তায়। এর মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর ভালোই আছে। কিন্তু তার মধ্যেই আবহাওয়া নিয়ে চিন্তার বার্তা দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, এখন আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা কম থাকবে, এই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই।

এরই মধ্যে চিন্তায় রাখছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তমীর সকালে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নবমীর দিন যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে নবমী ও দশমীতে বৃষ্টি দক্ষিণবঙ্গে। নবমী ও দশমী মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে। নবমীর দিন হালকা বৃষ্টি সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.