প্রথম পাতা খবর আজ ইন্দিরা গান্ধীর ‘বলিদান দিবস’, শক্তি স্থলে শ্রদ্ধা নিবেদন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের

আজ ইন্দিরা গান্ধীর ‘বলিদান দিবস’, শক্তি স্থলে শ্রদ্ধা নিবেদন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের

445 views
A+A-
Reset

নয়াদিল্লি: মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী! আবেগপূর্ণ শ্রদ্ধা নিবেদন করছে গোটা দেশ। বিভিন্ন কর্মসূচি উদ্‌যাপন করছেন কংগ্রেস নেতৃত্ব।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুর পর লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হন। ১৯৬৬ সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৮৪ সালের এই দিনে ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের দেহরক্ষীদের হাতে নিহত হন।

এ দিন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ ‘শক্তি স্থল’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সোশাল মিডিয়া ‘এক্স’-এর একটি পোস্টে, ইন্দিরা গান্ধীর বক্তৃতা করার ভিডিয়ো পোস্ট করেছেন খাড়্গে। যাতে দেশের প্রতি তাঁর উৎসর্গের কথা তুলে ধরা হয়।

একইসঙ্গে খাড়্গে লেখেন, “ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং আমাদের আইকন ইন্দিরা গান্ধীর প্রতি তাঁর বলিদান দিবসে বিনম্র শ্রদ্ধা, যিনি তাঁর দৃঢ় ইচ্ছাশক্তি, দক্ষ নেতৃত্ব, অনন্য কর্মশৈলী এবং দূরদর্শিতা দিয়ে একটি শক্তিশালী এবং প্রগতিশীল ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।”

অন্য দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, “৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। আমিও তাঁকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.