প্রথম পাতা খবর ‘ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা’, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের

‘ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা’, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের

303 views
A+A-
Reset

কলকাতা: ফোন ও ইমেল হ্যাক করার চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, বেশ কয়েকজন ‘ইন্ডিয়া’ সাংসদের ফোনে এ ভাবেই নজরদারি চালানো হচ্ছে।

নিজের অভিযোগের স্বপক্ষে অ্যাপেলের পাঠানো মেসেজ ও ইমেলের স্ক্রিনশট শেয়ার করেছেন তৃণমূল সাংসদ। সেখানে লেখা, “রাষ্ট্রের মদতে আপনার ফোনে নজরদারি চলছে।” পোস্টে আদানি ও প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে মহুয়া সোশাল মিডিয়ায় লেখেন, “আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে”।

মহুয়ার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, অ্যাপল থেকে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।’’

এখানেই শেষ নয়, ওই সতর্কতাবার্তায় আরও বলা হয়েছে, ‘‘এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.