কলকাতা: নিম্নচাপের জের বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইতেও পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এরই মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।
মৌসম ভবন জানিয়েছে, অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম হবে মিধিলি। এই নামটি মলদ্বীপের দেওয়া। শনিবার ভোররাতে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড়। তবে পশ্চিমবঙ্গেও এর প্রভাব কম পড়বে না। উপকূলের তিন জেলায় দুর্যোগের আশঙ্কা। বেশি প্রভাব পড়বে সুন্দরবনে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ থেকেই দমকা বাতাস বইবে উপকূলে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। এই সময় কার্যত রুদ্ররূপ ধারণ করতে পারে সমুদ্র। আর সেই সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ। পাশাপাশি মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।