প্রথম পাতা খবর চিনে শিশুদের মধ্যে ভাইরাসের প্রকোপ, স্বস্তির বার্তা এইমস-এর

চিনে শিশুদের মধ্যে ভাইরাসের প্রকোপ, স্বস্তির বার্তা এইমস-এর

480 views
A+A-
Reset

উত্তর চিনের শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ ধীরে ধীরে কমছে। তবে এখনও পুরোপুরি স্বস্তির খবর নেই। একাংশের বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, চলতি শীতে দেশে থাবা বসাতে পারে শ্বাসকষ্টজনিত রোগ। তবে এই বিষয়ে অনেকটাই স্বস্তির বার্তা দিল এইমস (AIIMS)।

চিন জানিয়েছে, চেনা জীবাণুর কারণেই শিশুদের মধ্যে নিউমোনিয়া ছড়িয়েছে। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া মূলত এর জন্য দায়ী। এই ভাইরাসের কারণে বাচ্চাদের সর্দি হয়। তবে তুলনামূলক কমবয়সি শিশুদের গুরুতর সমস্যা হতে পারে।

এর আগে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছিল, শিশুদের ক্ষতি করে, এমন মাইক্রোপ্লাজমার সংখ্যা কমলেও শিশুদের শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি করতে পারে এমন প্যাথোজেনের আবির্ভাব হতে পারে। এই শীত থেকে আগামী বসন্ত পর্যন্ত এই আশঙ্কা রয়েছে।

এ দিকে এইমস-এর মা ও শিশু ব্লকের প্রধান ডা. এসকে কাবরা বলেছেন যে, এখন পর্যন্ত শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের রোগ এবং নিউমোনিয়ার যে প্রকোপ দেখা গিয়েছে, সেখানে কোনও নতুন বা অন্য ধরনের ভাইরাস মেলেনি। এটা অক্টোবর-নভেম্বর মাসের সাধারণ ঘটনা বলা যায়। তবে এটি কোভিডের মতো মহামারীর কারণ হবে কিনা সে বিষয়ে এখনই কিছু নিশ্চিত করে বলতে নারাজ তিনি। তবে এখনও পর্যন্ত সেই সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ডা. কাবরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.