কলকাতা: দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও। দিনভর চলল হালকা থেকে ভারী বৃষ্টি। কখনও বিক্ষিপ্ত আবার কখনও একনাগাড়ে।
বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও। রাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ হওয়ার পরেও ক্রমশ আরও দুর্বল মিগজাউম। ছত্তিশগড় পেরিয়ে বিদর্ভের পথে। আজ রাতের পর আর বৃষ্টির সম্ভাবনা নেই।
শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে। আগামী মঙ্গলবারের মধ্য়ে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। পশ্চিমাঞ্চলের পারদ নামতে পারে ১২-১৩ ডিগ্রিতে। কলকাতার পারদ নামতে পারে ১৬ ডিগ্রিতে। রোদ উঠলেই বাড়বে দিনের তাপমাত্রা।