কলকাতা: সোমবার (১১ ডিসেম্বর) অনেকটাই নামল পারদ। সপ্তাহের শুরু হল কলকনে ঠান্ডায়। এ দিন কলকাতা শহরে ভোরের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা এই মরশুমে এখনও পর্যন্ত সবথেকে কম।
গতকাল, রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সোমবার সকালে মহানগরের তাপমাত্রা নামল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। ধীরে ধীরে আরও কিছুটা নামবে পারদ। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
ও দিকে, উত্তরবঙ্গে শীতের কামড় দক্ষিণের থেকে বেশি। শৈলশহর দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের। আর তার সঙ্গে তাল দিয়ে নামতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে বা বরফ পড়বে। তাছাড়া মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। একেবারে শুষ্ক থাকবে আবহাওয়া।