ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে প্রথম সেশনে বেশ বুঝেশুনে শুরু করে সাউথ আফ্রিকা। ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলে নেয় সাউথ আফ্রিকা।
মঙ্গলবার টেস্টের প্রথম দিনে ২০৮ রানে প্রথম দিনের খেলা শেষ হয় ভারতের। সেখান থেকে বুধবার ২৪৫ রানে অলআউট হয় গোটা টিম। একাই ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৩ উইকেট তুলে নেন নান্দ্রে বার্গার।
এই মুহূর্তে ভারতের থেকে ১১ রানে এগিয়ে থাকল প্রোটিয়ারা । ফলে প্রথম টেস্টে কার্যত চাপে পড়ে গিয়েছেন রোহিত শর্মারা ।
উল্লেখযোগ্য ভাবে, প্রথম দিনে ১০৫ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন কেএল রাহুল। দ্বিতীয় দিন রাহুল বাকি ৩০টি রান করে, কেরিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি করেন। ১৩৭ বলে ১০১ রান করে রাহুল আউট হন নান্দ্রে বার্গারের বলে। ১৪টি চার ও চারটি ছয়ে অসাধারণ ইনিংস সাজান রাহুল। দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন।