প্রথম পাতা খবর লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে চালু হবে সিএএ? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের মন্তব্য ঘিরে জোর জল্পনা

লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে চালু হবে সিএএ? স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের মন্তব্য ঘিরে জোর জল্পনা

454 views
A+A-
Reset

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে সিএএ চালু হতে পারে বলে জোর জল্পনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক দাবি করেছেন, “আইনের ধারা তৈরি হয়ে যাবে। এক বার ওই ধারা তৈরি হয়ে গেলেই আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে “।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার অনেক আগেই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন ও তিনটি ফৌজদারি আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে। এব্যাপারে সরকার সিএএ ২০১৯-এর নিয়মগুলিকে নির্বাচন ঘোষণার অনেক আগেই অবহিত করবে।

প্রসঙ্গত, ২০১৯-এর ১২ ডিসেম্বর, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর, সিএএ আইন হয়। কিন্তু চার বছর পর এখনও তার রুল তৈরি হয়নি। প্রতি ছ’মাস অন্তর ওই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

ওই আইনের অধীনে ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া কথা জানিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.