নয়াদিল্লি: সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এ ব্যাপারে একটি নোটিশ পাঠিয়েছে ডিরেক্টরেট অফ এস্টেটস। এ বার সেই নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন মহুয়া।
জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টে মামলা করেছেন মহুয়া। তাঁর পিটিশন গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে বা শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর। বিচারপতি গিরীশ কাঠপালিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হবে।
গত বছরের ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়। এর পরই সাংসদ কোটায় পাওয়া বাংলো খালি করার জন্য মহুয়া মৈত্রকে একাধিক নোটিশ দেয় কেন্দ্রীয় নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রকের অন্তর্গত ডিরেক্টরেট অফ এস্টেটস।
এর আগে, লোকসভা থেকে বহিষ্কারের পর মহুয়াকে প্রথম ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়। সে সময় মহুয়া দিল্লির বাংলোতে লোকসভা ভোট পর্যন্ত তাঁকে থাকতে দেওয়ার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, আদালত গোটা বিষয়টি ডিরেক্টরেট অফ এস্টেটের উপর ছেড়ে দেয়। ফের তাঁকে নোটিশ দেওয়া হয় গত ১২ জানুয়ারি। উল্লেখযোগ্য ভাবে নোটিসে লেখা হয়েছে, বাংলো খালি করতে প্রয়োজনে বলপ্রয়োগের রাস্তাতেও হাঁটা হতে পারে। মঙ্গলবার আসা নোটিশকে চ্যালেঞ্জ করে আবার আদালতে গেলেন মহুয়া।