প্রথম পাতা খবর ফের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশ কুমারের, বিজেপির সমর্থনে বিকেলেই শপথ!

ফের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশ কুমারের, বিজেপির সমর্থনে বিকেলেই শপথ!

340 views
A+A-
Reset

পটনা: জল্পনা সত্যি করে আবার এক বার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকাল ১১টা নাগাদ বিহারের রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিলেন তিনি। এ দিন বিকেলেই তিনি এনডিএ-তে যোগ দিতে পারেন। তারপর আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ।

ইস্তফা দিয়ে রাজভবন থেকে বেরিয়ে নীতীশ কুমার বলেন, “আজ, আমি মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছি। আমি রাজ্যপালের কাছে আবেদন করে বলেছি, রাজ্য সরকার ভেঙে দিতে।” জোট প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি পুরনো জোট ছেড়ে দিয়েছি। এ বার নতুন জোট বানাবো।’’ তবে, একবারও এনডিএ-র নামোচ্চারণ করেননি তিনি।

উল্লেখযোগ্য ভাবে, ২০২২ সালে যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন, দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরে যাচ্ছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.