কলকাতা: আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৪) শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পরীক্ষা নিয়ে বিভিন্ন নিয়মবিধি জানিয়ে দিল উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ।
সংসদ মঙ্গলবার জানিয়েছে, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। তার মধ্যে ৫৬.৬২ শতাংশ ছাত্রী। ৪৩.৪৮ শতাংশ ছাত্র। ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৩৫৩ বেশি। প্রধান পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৮৩৭। তার অধীনে রয়েছে ২,৩৪১টি কেন্দ্র। ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে ‘সংবেদনশীল’ হিসাবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে মালদহের ৫৭টি কেন্দ্র। তার জন্য এই কেন্দ্রগুলিতে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর থাকবে ও কিছু পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। তবে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় কোনো কেন্দ্রকেই এই তালিকায় রাখা হয়নি।
এক নজরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিশেষ কিছু নিয়মবিধি
*পরীক্ষাকেন্দ্রের মূল গেটে সিসিটিভি থাকবে।
*পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
*ভেনু সুপারভাইজার এর ঘরেও সিসিটিভি থাকবে।
*প্রতিটি ঘরে ২ জন করে গার্ড দেবেন।
*২৫ জন করে ছাত্র পিছু একজন করে পরীক্ষক থাকবেন ঘরে।
*সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা থাকবে। এই সিরিয়াল নম্বর ব্যবহার করা হবে ‘ইউনিক কিউআর কোড’-এর মাধ্যমে। এতে কোনও একটি প্রশ্ন পত্র সম্পর্কে সংসদের কাছে পুরো তথ্য থাকবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর: ০৩৩ ২৩৩৭ ০৭৯২ এই নম্বরে যে কেউ ফোন করে তাদের সমস্যা বলতে পারেন। মঙ্গল এবং বুধবার সংসদের অফিস ছুটি থাকলেও অনলাইনে সমস্যার কথা জানানো যাবে।