প্রথম পাতা খবর ৫২ ঘণ্টায় বাতিল শিয়ালদহ শাখার একাধিক ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

৫২ ঘণ্টায় বাতিল শিয়ালদহ শাখার একাধিক ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

342 views
A+A-
Reset

কলকাতা: আগামী শনি এবং রবিবার শিয়ালদহের উত্তর শাখার অনেক ট্রেন চলবে না। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ শুক্রবার থেকে ১৮ মার্চ সোমবার ভোর চারটে পর্যন্ত কিছু ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিংয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকছে। অন্যদিকে বারাসাত, বনগাঁ শাখার ট্রেন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে। এছাড়া ব্যারাকপুর, নৈহাটি শাখায় ট্রেনের সংখ্যা কমানো হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ শাখায় এই ৫২ ঘণ্টায় ১৪৩টি ট্রেন বাতিল থাকবে। উল্লেখ্য, এই শাখায় মোট ৮৯২টি ট্রেন চলে। তার মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। অর্থাৎ ৩৭ শতাংশ ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেন ছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.