প্রথম পাতা খবর দেশে সাইবার গোয়েন্দাদের সর্বোচ্চ শিরোপা পেলেন কলকাতা পুলিশের আধিকারিক

দেশে সাইবার গোয়েন্দাদের সর্বোচ্চ শিরোপা পেলেন কলকাতা পুলিশের আধিকারিক

806 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : কলকাতা পুলিশের মকুটে নয়া পালক জুড়ল। ‘ইন্ডিয়া সাইবার কপ অফ ইয়ার’ হলেন লালবাজারের সাইবার থানার ইন্সপেক্টর ড্যনিস অতুল লাকরা।

তাঁকে এই পুরস্কার তুলে দিয়েছে, ‘ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া’ এবং ন্যাসকম।

কোন তদন্তের জন্য পুরস্কার?

গত জুন মাসে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে মেল পাঠিয়ে পুরস্কারের টোপ দেওয়া হয়। বিষয়টি জালিয়াতি আন্দাজ করে তিনি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।

এই মামলার তদন্তের দায়িত্ব পান ড্যানিস অতুল লাকরা। তদন্ত শুরু করে তিনি জানতে পারেন, এক নাইজেরিয়ান এই জালিয়াতির চেষ্টা করছে।

https://www.facebook.com/kolkatapoliceforce/posts/1112671255833219

তদন্ত করে দশদিনের মধ্যে ওই জালিয়াতকে দিল্লি থেকে গ্রেফতার করেন। তিন মাসের মধ্যে সাজাও পেয়ে যায় ওই নাইজেরিয়।

এই তদন্তের জন্যই তিনি দেশের সেরা সাইবার পুলিশের পুরস্করা পেয়েছেন। এর আগে গত বছরও তিনি একটি পুরস্কার পেয়েছিলেন।

লাকরাকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের ফেসবুক পেজে এই পুরস্কার প্রাপ্তির ঘোষণা করে কলকাতা পুলিশ। তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেট নাগরিকরাও।

শুক্রবার একটি অনুষ্ঠানে নগরপাল অনুজ শর্মা সংবৰ্ধিত করেন লাকরাকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.