কলকাতা : দলে ভাঙন নিয়ে মোটেই চিন্তিত নয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কোর কমিটির বৈঠকের তাঁর সাফ বার্তা, নেতা নয় কর্মীরাই দলের সম্পদ।
শুক্রবার কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ কে গেল, কে এল তাতে কিছু যায় আসে না। নেতা নয় বরং কর্মীরাই দলের সম্পদ। তাই তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একুশে জয় নিশ্চিত।’’
কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা,‘‘ সকলকে একসঙ্গে ঝাপিয়ে পড়তে হবে। রাজ্যের উন্নয়নমূলক কাজ আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের কী সমস্যা তা জানতে হবে। চেষ্টা করতে হবে তার সমাধানের।’’
ভোটের আগে মাস খানেক ধরে প্রায় প্রতিদিনই দলের নেতা-কর্মীদের ক্ষোভ সামনে আসছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ কারও মনে কোনো প্রশ্ন তৈরি হলে, যতক্ষণ তিনি দলে থাকবেন চেষ্টা করতে হবে তাকে বোঝানোর।’’