প্রথম পাতা খবর ‘যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা’, কৃষ্ণনগর থেকে কটাক্ষ অভিষেকের

‘যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা’, কৃষ্ণনগর থেকে কটাক্ষ অভিষেকের

460 views
A+A-
Reset

কৃষ্ণনগর: তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে কৃষ্ণনগরের কালীগঞ্জে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিনের মঞ্চ থেকেও সন্দেশখালি নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক এ দিন বলেন, ” সন্দেশখালির মাধ্যমে যাঁরা বাংলাকে ছোট করেছেন দেশের সামনে, তাঁদের জবাব দেবেন। মহিলাদের সম্ভ্রম ২০০০ টাকায় দিল্লির হাতে বিক্রি করেছেন, তাঁদের বিসর্জন হবে তো! আপনারা প্রতিনিধি করে পাঠিয়েছেন, তাঁর পদ খারিজ করেছে, যে তাঁর পদ খারিজ করেছে, তাঁর বিসর্জন হবে তো!’’

সংসদে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করেছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে অভিষেক বলেন, “মোদীজি এসে গ্যারান্টির কথা বলছেন। ওনাকে কখনও কৃষ্ণনগরে এসেছে দেখেছেন? মহুয়া মৈত্র তো থাকেন। আপনি যাঁকে সাংসদ করে পাঠাচ্ছেন তাঁর সাংসদ পদ খারিজ করে দিচ্ছে। আজকে যাঁদের কারণে সংসদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছিল তাঁদের সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে? কোনও ব্যবস্থা হয়েছে?”

অভিষেক আরও বলেন, ‘‘বাংলা-বিরোধী সরকারকে জবাব দিন। যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা। এত দিন ধরে ভোট করাচ্ছে। মানুষের কষ্ট বোঝেন না। এই গরমে কষ্ট দিচ্ছে। এদের জবাব দেব, কথা দিয়ে গেলাম। সর্বধর্ম সমন্বয়ের প্রার্থী মহুয়া মৈত্রকে বিপুল ভোটে জয়ী করার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে দিয়ে গেলাম।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.