কলকাতা: সোমবার, পঞ্চম দফায় ভোটগ্রহণ হয়ে গেল রাজ্যের সাতটি লোকসভা আসনে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ।
পশ্চিমবঙ্গের যে ৭ কেন্দ্রে ভোট নেওয়া হল সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। সকাল সাড়ে ১১টা নাগাদ বৃষ্টির জেরে সাময়িক ভাবে ভোটের লাইন হালকা হলেও সারা দিন স্বাভাবিক ভাবেই ভোট হয়েছে এ দিন। ব্যারাকপুর এবং হুগলির মতো কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে।
সাত দফার লোকসভা ভোটে এ দিনের পঞ্চম দফায় ভোটদানের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে আরামবাগ। এ দিন বিকেল ৫টা পর্যন্ত বনগাঁয় ৭৫.৭৩ শতাংশ, ব্যারাকপুরে ৬৮.৮৪ শতাংশ, হাওড়ায় ৬৮.৮৪ শতাংশ, উলুবেড়িয়ায় ৭৪.৫০ শতাংশ, শ্রীরামপুরে ৭১.১৮ শতাংশ, হুগলিতে ৭৪.১৭ শতাংশ এবং আরামবাগে ৭৬.৯০ শতাংশ ভোট পড়েছে।