এ বারের লোকসভা ভোটে একক সংখ্যা গরিষ্ঠতা মেলেনি বিজেপির। ২৪০- এ আটকে গেছে নরেন্দ্র মোদীর বিজয় রথ। তবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থনে ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি।
গতকাল ভোটের ফল প্রকাশিত হতেই চিত্রটা স্পষ্ট হয়ে গিয়েছিলস। ২০১৪ এবং ২০১৯ সালের মতো এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে লোকসভায় এখনও তারাই সর্ববৃহৎ দল। তাছাড়া জোটসঙ্গীদের নিয়ে ২৭২-এর ম্যাজিক ফিগার অনায়াসে পার করেছে গেরুয়া শিবির। সরকার গঠনে নীতীশ এবং চন্দ্রবাবু দু’জনেই লিখিত ভাবে সমর্থন দিয়েছেন বিজেপিকে। এই আবহে বিজেপি সরকার গঠনের দাবি জানাতে চলেছে।
সূত্রের দাবি, বৈঠকে স্থির হয়েছে, বুধবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানোর পর শুক্রবার মোদীকে এনডিএ-র সংসদীয় দলনেতা হিসাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী।
বিজেপি সূত্রে খবর, নতুন সরকার গঠন নিয়েই আগামী ৭ জুন জোট শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। পুরানো সংসদ ভবনের (সংবিধান সভা) সেন্ট্রাল হলে হবে বৈঠক। এনডিএ-র সব মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে । থাকবেন এনডিএ শরিক সংসদীয় দলের নেতারাও।