আইসিসি টি২০ বিশ্বকাপের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট পাওয়ার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ।
প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড করে ৯৬ রান। ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে রোহিতেরা করেন ৯৭ রান। প্রত্যাশা মতো সহজ জয় দিয়ে ভারত অভিযান শুরু করল এ বারের বিশ্বকাপে।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। ভারতের আক্রমণের সামনে আয়ারল্যান্ড দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৪ ওভার বাকি থাকতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। আয়ারল্যান্ড করে ৯৬ রান।
ভারতের কাছে জয়ের লক্ষ্যমাত্রা ছিল খুবই সহজ। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। কিন্তু কোহলি মাত্র ১ রান করে মার্ক অ্যাডেয়ারের বলে বেন হোয়াইটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু ততক্ষণে ভারতের স্কোরবোর্ডে ২২ রান উঠে গিয়েছে। রোহিতের সঙ্গী হন ঋষভ পন্থ। ইতিমধ্যে দশম ওভারের পঞ্চম বলে মার্ক অ্যাডেয়ারকে চার মেরে অর্ধশত রান পূর্ণ করেন রোহিত শর্মা। কিন্তু ওই ওভারের শেষেই অবসর নেন রোহিত। তার জায়গায় নামেন সূর্যকুমার যাদব। ততক্ষণে ভারতের রান ৭৬-এ উঠে যায়।
একাদশ ওভারের তৃতীয় বলে জোশ লিট্লকে সীমানার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ঋষভ। একাদশ ওভারে আসে ৯ রান। কিন্তু জয় যখন মনে হচ্ছিল হাতের মুঠোয় সেই সময়ে আউট হয়ে যান সূর্যকুমার। ৪ বলে ২ রান করে হোয়াইটের বলে জর্জ ডকরেলকে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্য। দলের রান তখন ২ উইকেটে ৯১ রান। ঋষভের সঙ্গী হন শিবম দুবে। জয়ের জন্য আর দরকার ৬ রান। ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে সেই কাজটি সাঙ্গ করেন ঋষভ। ব্যারি ম্যাকার্থির বল সীমানার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ঋষভ। নির্ধারিত ২০ ওভারের ৭.৪ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে জিতে যায় ভারত।