পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন আমেরিকার ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল। মাত্র ২৬ রানের মধ্যেই তিন উইকেট নিয়ে পাকিস্তানকে প্রবল চাপে ফেলে আমেরিকা। ক্যাপ্টেন বাবর আজম (৪৪), শাদাব খান (২৫ বলে ৪০) এবং লোয়ার অর্ডারে শাহিন আফ্রিদির ১৬ বলে ২৩ রানের ক্যামিও। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।
জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমেরিকার ব্যাটারেরা শুরু করেন সাবলীল ভাবে। রান তাড়ায় শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং আমেরিকার। ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল হাফসেঞ্চুরি করেন। মিডল অর্ডারও দুর্দান্ত। শেষ ওভারে আমেরিকার টার্গেট দাঁড়ায় ১৫ রান। ১৪ করলেও সুপার ওভার। শেষ বলে সেই টার্গেটই ৫! জিততে হলে ছয় মারতে হবে, বাউন্ডারি মারলে সুপার ওভার। স্ট্রেট বাউন্ডারিতে অনবদ্য চার মারেন নীতীশ কুমার। ২০ ওভারে আমেরিকাও ১৫৯ রান তুলল ৩ উইকেট হারিয়ে। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
আমেরিকা সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রান করে। এর জবাবে পাকিস্তান ১৩ রানেই আটকে যায়। এই জয়ের পর এ গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছে আমেরিকা। দুটো ম্যাচের মধ্যে দুটোতেই তারা জয়লাভ করেছে। ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দল একটা ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। আগামী ৯ জুন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। অন্যদিকে আগামী ১২ তারিখ ভারতের মুখোমুখি হবে আমেরিকা।