আকাশ ঘন কালো। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বৃহস্পতিবার দুপুরে কলকাতার আকাশেও ঘন কালো মেঘ। ঝড়ো হাওয়া। সঙ্গে ঘন ঘন বাজ পড়ার আওয়াজ। দু’এক ফোঁটা বৃষ্টি হয়েছে শহরের কোনও কোনও এলাকায়। পাশের জেলা হুগলিতেও হয়েছে বৃষ্টি।
এ দিন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দু’তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
এর পর, আগামীকাল শুক্রবার দক্ষিণের সব জেলায় জারি থাকবে সতর্কতা। শনিবারেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ২৩ এবং ২৪ জুন ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে আগামী ২৬ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলতেই অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে পুরোদস্তুর বর্ষায় এখনও দেরি আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই বর্ষণকে প্রাক-বর্ষার বৃষ্টি বলেও অভিহিত করা হচ্ছে। এই বৃষ্টি দাবদাহ থেকে স্বস্তি এনে দিতে পারে বলে আশা করছেন সাধারণ মানুষও।