প্রথম পাতা খবর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই পাকিস্তানি লস্কর জঙ্গি, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই পাকিস্তানি লস্কর জঙ্গি, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

151 views
A+A-
Reset

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দুই পাকিস্তানি সন্ত্রাসবাদী। একটি তল্লাশি অভিযান চলাকালীন, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়, যার পরে পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার দীপক মোহন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিহত জঙ্গিরা পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত ছিল। এ

নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে, বারামুল্লা জেলার সোপোরে জঙ্গিরা লুকিয়ে। এরপরে সেখানে পৌঁছে সন্ত্রাসবাদীদের খোঁজ শুরু করে সেনা। স্থানীয় লোকজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এই তল্লাশি চালানো হয়। এরপর জঙ্গিরা হামলা চালায়। বুধবার পাল্টা পদক্ষেপের সময়, দুই পাকিস্তানী জঙ্গি নিহত হয়। এনকাউন্টারে নিহত এক জন ২০২০ সাল থেকে উপত্যকায় সক্রিয় ছিল।

অন্য দিকে, এই গুলির লড়াইয়ে একজন পুলিশ সদস্য এবং একজন জওয়ানও আহত হন। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.