কলকাতা: মঙ্গলবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মোটের উপর মেঘলা আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
তবে শুক্রবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
আগামী এক সপ্তাহ আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে।
বৃষ্টির জেরে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যথাক্রমে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।