241
কলকাতা: মঙ্গলবার সাতসকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত ২। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ
এ দিন সকালে দুর্ঘটনাটি ঘটে নিউটাউন নজরুল তীর্থের সামনে। জানা গিয়েছে, বেপরোয়া গতির কারণেই উল্টে যায় গাড়ি, তাতে গুরুতর জখম হন দু’জন। পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল গাড়িটি সল্টলেক সেক্টর ফাইভ থেকে বিশ্ববাংলা গেট হয়ে দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। তার উপর ঝিরঝিরে বৃষ্টিতে রাস্তাও ভিজে ছিল।
ঘটনায় প্রকাশ, দুর্ঘটনার পর গাড়িটি গিয়ে পড়ে পাশের সার্ভিস রোডে। গাড়িচালক ও সওয়ারি দুজনেই গুরুতর আহত বলে খবর। তাঁদের উদ্ধার করে বিধাননগর হাসপাতালে পাঠানো হয়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।