লখনউ: উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও ফেরার মুখ্য সেবাদার বেদপ্রকাশ মধুকর।
হাথরাসের সৎসঙ্গ অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনার পর পুলিশ এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২১ জনের মৃত্যুর ঘটনায় ৫টি টিম গঠন করেছে হাথরস পুলিশ। মুখ্য সেবাদাস দেবপ্রকাশ মধুকরের খোঁজ চলছে। কয়েকজন মহিলাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি শতাধিক ব্যক্তির সিডিআর যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাকে দু’মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।
মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকটি শিশু এবং বহু মহিলা-সহ ১২১ জনের। ঘটনাটির পর থেকেই ‘ফেরার’ স্বঘোষিত গুরু ‘ভোলে বাবা’ ওরফে নারায়ণ সাকার হরি এবং মূল অভিযুক্ত ‘গুরুর মুখ্য সেবাদার’ বেদপ্রকাশ মধুকর। তাঁদের খোঁজে বুধবার থেকেই নিরন্তর তল্লাশি অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ।