প্রথম পাতা খেলা বিশ্বকাপ নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিত-রাহুলরা

বিশ্বকাপ নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিত-রাহুলরা

170 views
A+A-
Reset

নয়াদিল্লি:

বৃহস্পতিবার দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারেরা। এ দিন প্রধানমন্ত্রীর বাসভবনে যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়-সহ পুরো ভারতীয় দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দল সকাল ১১টায় ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছায়। এ দিন ঘন্টাব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রী মোদী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানান। বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তাদের ভবিষ্যত টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার অনুপ্রেরণা জোগাবে বলে আস্থা প্রকাশ করেন মোদী।

ভিডিয়োতে দেখা যায়, দুটো বাসে করে যান প্লেয়াররা। সঙ্গে যান কোচ রাহুল দ্রাবিড়ও। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁরা বিশ্বকাপ ট্রফি রাখেন সেখানে। এরপর প্রধানমন্ত্রী বেরিয়ে আসেন ও প্লেয়ারদের সঙ্গে দেখা করেন। সব প্লেয়াররা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ও অধিনায়ক রোহিত শর্মা এবং সদ্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এরপর সব প্লেয়ারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিয়োতে আরও দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের বিশ্বকাপ অভিযানের স্মৃতিচারণ করার সময় প্রাণ খুলে হাসছেন। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও কথা বলছিলেন যখন খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে বসেছিলেন। প্লেয়ারদের কাছ থেকে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীকে বরাবরই হাসতে দেখা যায়। যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ড্যকেও কথা বলতে দেখা যায়।

খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের সদস্যরা হোটেলে পৌঁছানোর পর আইটিসি মৌর্য থেকে রওনা দেন একটি জমকালো অভ্যর্থনায়। অধিনায়ক রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিকে হোটেলে শেফের তৈরি একটি বিশেষ কেক কাটতেও দেখা গেছে।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.