কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি চলছে কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে। শুক্রবার সকালে সামান্য বিরতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে সাতটি জেলায়। তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম।
এরপর শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ওই দু’দিন কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হওয়ায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। শুক্রবার সেটা ৩১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে।