কলকাতা: ধসে বিধ্বস্ত কেরালার ওয়েনাড়। সময় যতই এগোচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে। ধস কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন দুই তৃণমূল সাংসদ।
ওয়েনাড়ের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধ্বস্ত ওয়েনাড়ে দুই সাংসদকে পাঠাচ্ছেন তিনি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে।
নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “মানবিক কারণে আমরা দুই সাংসদকে ওয়ানড়ে পাঠাচ্ছি। তাঁরা দুদিন থাকবেন। মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।” বিপর্যয়ে নিহতদের পরিবার প্রতি শোকপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ওয়েনাড়ে মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত ২৭৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, নিখোঁজের সংখ্যা দেড়শোরও বেশি। এখনও নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ চলছে। আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা গোটা চারেক গ্রাম। বাড়িঘর, কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নীচে। সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরলের বিপর্যয় মোকাবিলা দফতর এবং রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে দিনরাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।