প্রথম পাতা খবর হিরণের আবেদনে ঘাটাল লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

হিরণের আবেদনে ঘাটাল লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

315 views
A+A-
Reset

কলকাতা: এ বারের লোকসভা ভোটে অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেবের কাছে হারতে হয়েছে আরেক অভিনেতা হিরণকে। তবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফলে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই মামলাতেই বড়সড় নির্দেশ দিল আদালত।

শুক্রবার হিরণের ইলেকশন পিটিশনের ভিত্তিতে শুনানি ছিল বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে। বিজেপি প্রার্থীর মামলার প্রেক্ষিতে ঘাটাল লোকসভা কেন্দ্রের সমস্ত ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ডিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে এ কথা জানাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এ দিন সব পক্ষকে নোটিস ইস্যু করার নির্দেশ দিয়েছে আদালত। মামলায় মোট সাতটি পক্ষ রয়েছে । সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, এই নিয়ে পর পর তিনবার ঘাটাল থেকে নির্বাচিত হয়েছেন দেব। ২০২৪ লোকসভা ভোটে ঘাটালে দেব পেয়েছিলেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী হিরণ পেয়েছিলেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট। ১ লক্ষ ৮২ হাজার ভোটে হিরণকে হারিয়েছেন দেব।

তবে এই ফলাফল সামনে আসার পরেই ভোটে কারচুরির অভিযোগে সরব হয়েছিলেন হিরণ। ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.