কলকাতা: স্বাস্থ্য ও জীবন বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগে এই একই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরী।
জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি লাগুকে ‘জনবিরোধী করনীতি’ বলে উল্লেখ করে চিঠিতে মমতা লেখেন, “অসুখ, দুর্ঘটনার মতো কঠিন সময়ে মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়াই স্বাস্থ্য ও জীবন বিমার প্রাথমিক লক্ষ্য। এইরকম কঠিন সময়ে কোনও ব্যক্তি বা তাঁর পরিবারের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব বিমা। কিন্তু, এইসব বিমায় জিএসটি লাগু করে সাধারণ মানুষের বোঝা বাড়ানো হয়েছে।”
মুখ্যমন্ত্রীর আশা, জিএসটি প্রত্যাহার করে নিলে আরও বেশি সংখ্যক মানুষ এই বিমার সুবিধা নিতে পারবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিমা প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহার না হলে, রাস্তায় নামার হুমকি দেন মমতা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারত সরকারের কাছে দাবি জিএসটি প্রত্যাহার করতে হবে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে।
প্রসঙ্গত, ২৮ জুলাই তারিখের একটি চিঠিতে, গডকরী বলেছিলেন, “জীবন এবং চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর জিএসটি এই ক্ষেত্রের ব্যবসায়ের বৃদ্ধিতে একটি প্রতিবন্ধকতা হিসাবে প্রমাণিত হচ্ছে। যা পরিবর্তন করা প্রয়োজন”। অর্থমন্ত্রীকে তিনি চিঠিতে লেখেন, “জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ধার্য করা জীবনের অনিশ্চয়তার উপর কর ধার্য করার সমান। যে ব্যক্তি জীবনের অনিশ্চয়তার ঝুঁকি কভার করে পরিবারকে কিছু সুরক্ষা দিতে চান, তাঁর এই ঝুঁকির বিরুদ্ধে কভার কেনার জন্য প্রিমিয়ামের উপর কর আরোপ করা উচিত নয়।”