জয়নগর : বাঙালির সেরা উৎসব আর কয়েকদিন পর। চলছে পুজো কমিটিগুলির শেষ মূহুর্তের কাজ। আর অন্য বছরের মত এ বছরও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পুজো কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে ৮৫ হাজার টাকার অনুদানের চেক। শুক্রবার বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর থানা এলাকার ১৪২টি সরকারি অনুমোদন প্রাপ্ত পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হল।
এদিন এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রুপান্তর সেনগুপ্ত, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার,বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস, জয়নগর থানার আইসি পার্থসারথি পাল, জয়নগর-১ বিডিও পূর্ণেন্দু স্যানাল, জয়েন্ট বিডিও তনয় মুখার্জি,জয়নগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্যে , সমাজসেবী তুহীন বিশ্বাস, জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল সহ আরো অনেকে।
এদিন বিধায়কদ্বয় সকল পুজো কমিটিকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজোর উৎসব কাটাতে বলেন। এদিন বারুইপুর পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী এবারের পুজোয় পুজো কমিটির সদস্যদের সরকারি নিয়ম মেনে প্রশাসনকে সহায়তা করতে বলেন।পাশাপাশি ডিজের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ বলে জানালেন।
জয়নগর থানা এলাকায় পুজো গাইড প্রকাশ করে এদিন পুজো কমিটিদের হাতে তুলে দেওয়া হয়।জয়নগর টাউন এলাকার কোথায় কোথায় কোন গাড়ি পার্কিং করা যাবে তা এই পুস্তিকার মধ্যে দিয়ে জানানো হয়েছে জয়নগর থানার পক্ষ থেকে।