বলিউড অভিনেতা সেফ আলি খান কংগ্রেস নেতা এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একজন “সাহসী” এবং “সৎ” রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করেছেন। তাঁর মতে, সমালোচনার মোকাবিলা করতে জানেন রাহুল। একটি আলোচনাসভায় তিনি বলেন, “আমি একজন সাহসী এবং সৎ রাজনীতিবিদকে পছন্দ করি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে কাকে তিনি সবচেয়ে সাহসী নেতা মনে করেন— এমন প্রশ্নের উত্তরে সেফ বলেন, এঁরা সকলেই সাহসী রাজনীতিবিদ এবং ভারতকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন।
তিনি আরও উল্লেখ করেন, রাহুল গান্ধী অতীতে যে অসম্মানের মুখোমুখি হয়েছেন, তা কাটিয়ে উঠেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। সেফ বলেন, “রাহুল গান্ধী যা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। একসময় মানুষ তাঁর কথা ও কাজের জন্য অসম্মান করেছিল। কিন্তু তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটি পাল্টে দিয়েছেন।”
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
তবে সেফ আলি খান আরও স্পষ্ট করে বলেন যে রাজনীতিতে যোগ দেওয়ার তাঁর কোনো ইচ্ছা রাখেন না এবং কোনো নির্দিষ্ট দল বা নেতাকে সমর্থনের প্রশ্নে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “আমি চাই আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিকভাবে নিরপেক্ষ হোক। আমি একটি বিষয় নিয়ে সন্তুষ্ট যে, ভারতে গণতন্ত্র জীবন্ত এবং সক্রিয়।”
তিনি আরও বলেন, “আমি কোনো রাজনীতিবিদ নই এবং রাজনীতিতে আসার ইচ্ছাও নেই। যদি আমার মতামত খুব শক্তিশালী হত, তাহলে হয়ত রাজনীতিতে যোগ দিতাম এবং সেই মতামত সেভাবেই ব্যক্ত করতাম।”