মুর্শিদাবাদের রেজিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে মারা গেলেন মা অর্চনা হালদার (৩৪), বাবা বিক্রম হালদার (৩৭) এবং তাঁদের ১৩ বছরের কন্যা অনন্যা হালদার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে এগারোটার সময় জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটতে থাকাকালীন কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি বাস তাঁদের পিছন থেকে ধাক্কা মারে। এই ঘটনায় মুহূর্তেই এলাকার মধ্যে শোরগোল পড়ে যায়। তবে, চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতালে পৌঁছানোর পর অর্চনাদেবীকে মৃত ঘোষণা করা হয়। বাবা বিক্রম ও মেয়ে অনন্যার অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাঁদের জীবন বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ পরবর্তীতে ঘাতক বাসটিকে বহরমপুরে আটক করে। পুজোর আনন্দের আবহে এ ধরনের দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।