বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। খেজুরিতে বিজেপি বিধায়কের ত্রাণ শিবির পরিদর্শনকে কেন্দ্র করে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সঙ্গে তাঁর তীব্র বচসা ও বিক্ষোভের সৃষ্টি হয়।
তৃণমূলের অভিযোগ, ত্রাণ বিলির নামে বিজেপি বিধায়ক প্রচারের চেষ্টা করছেন। অন্যদিকে, বিজেপি বিধায়কের অভিযোগ, তিনি ত্রাণ শিবির পরিদর্শনে গেলে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল।
সম্প্রতি পাঁশকুড়ায় বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণেও একইভাবে রাজনৈতিক সংঘর্ষ ঘটে। সেখানে বিজেপি ও তৃণমূল সদস্যদের মধ্যে হাতাহাতি হয় এবং উভয় পক্ষের সদস্যরা আহত হন। তৃণমূল উপপ্রধান এবং বিজেপি পঞ্চায়েত সদস্য, দু’জনেই আহত হন। তৃণমূলের উপপ্রধান পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিজেপির পঞ্চায়েত সদস্য তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় উভয় পক্ষই পাঁশকুড়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণ বিতরণে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং তৃণমূল নেতা ত্রিপল ও অন্যান্য ত্রাণ লুকিয়ে রেখেছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।