হাওড়ার সালকিয়া নস্করপাড়া এলাকায় রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া পুরসভা। নস্করপাড়ার ১ থেকে ৭ এবং ১০ থেকে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই সময়কালে জল পাবেন না। মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল দেখা দেওয়ায় এই জরুরি রক্ষণাবেক্ষণ করা হবে।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারও যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই অঞ্চলে জল সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ করে জল বন্ধ হওয়ায় বাসিন্দারা বেশ সমস্যার সম্মুখীন হন। তাই, পুরসভা দ্রুত মেরামতির কাজ শুরু করে এবং স্থানীয়দের আগাম বিজ্ঞপ্তি দিয়ে জল মজুত করে রাখার পরামর্শ দেয়।
পুরসভা আশ্বাস দিয়েছে, রবিবার সন্ধ্যার মধ্যেই মেরামতির কাজ সম্পন্ন করে জলের সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা করা হবে। পানীয় জলের সরবরাহ বন্ধ থাকলেও সাধারণ মানুষের সমস্যা যাতে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।