গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন। ছবি: রাজীব বসু
দেশজুড়ে নভেম্বরকে আর শীতের মাস হিসেবে ধরা হচ্ছে না, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতেই মূল শীত পড়ার সম্ভাবনা। ডিসেম্বরে হালকা শীতের অনুভূতি আসতে পারে তবে উল্লেখযোগ্য শীতের প্রবেশ হবে জানুয়ারি থেকে।
এ দিকে বাংলায় কালীপুজো শেষ। তবে শীতের আগমনের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। তাই বলে শীতের আমেজ থেকে বঞ্চিত হবে না বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে দক্ষিণবঙ্গে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। একই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলায় উত্তুরে হাওয়ার পরিবর্তে দখিনা হাওয়ার প্রভাব থাকায় শীতের অনুভূতি আসেনি। তবে আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা কমতে শুরু করলে শীতের হালকা আমেজ অনুভব করা যেতে পারে।