প্রথম পাতা খবর ‘দিদিকে বলো’তে ফোন করে অভিযোগ, অপসারিত বীরভূমের কীর্ণাহার থানার ওসি

‘দিদিকে বলো’তে ফোন করে অভিযোগ, অপসারিত বীরভূমের কীর্ণাহার থানার ওসি

288 views
A+A-
Reset

বীরভূম: বীরভূমের কীর্ণাহার থানার ওসি আসরাফুল শেখকে শেষমেশ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। সোমবার বীরভূম জেলা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, তাঁকে স্থানান্তরিত করে কমান্ড সেলে নিয়োগ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এসআই জয়ন্ত দাসকে কীর্ণাহার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কীর্ণাহারের মিরাটি গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করেন, তাঁর বাড়ি তৈরির জন্য ওসি আসরাফুল শেখ এক লক্ষ টাকা দাবি করেন এবং লকআপে আটকে রেখে মারধর করেন। এই অভিযোগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথের স্ত্রী সুমিত্রা ‘দিদিকে বলো’তে ফোন করে অভিযোগ জানান। বিষয়টি নজরে আসার পর নবান্ন থেকে বীরভূম জেলা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে তদন্তে নেমে সোমবার ওসিকে তাঁর দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ীরাও আগে থেকেই ওসির বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ তুলেছিলেন বলে জানা গেছে।এ ছাড়া কীর্ণাহারের পোসলা গ্রামের বাসিন্দা শেখ সানারুলও ওসির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, কয়েক মাস আগে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তিন লক্ষ টাকা আদায় করেছিলেন আসরাফুল শেখ।

ওসি আসরাফুল যদিও এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.