নয়াদিল্লি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুমন্তব্যের মামলায় সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত ও উজ্জ্বল ভূয়ানের বেঞ্চে মামলাটি শুনানি শেষে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ ঘোষণা করা হয়। এর আগে কলকাতা হাইকোর্টের একক ও ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য সরকার।
ঘটনার সূত্রপাত আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে একটি পদযাত্রায়। অভিযোগ, সেই মিছিল থেকে অভিষেকের কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়, যার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানায় দায়ের হওয়া মামলায় দুই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ তুলে অভিযুক্তরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
প্রথমে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চ পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন। বিচারপতি মন্তব্য করেন, “হেফাজতে মারধরের অভিযোগ উঠেছে, ফলে পুলিশের উপর আর ভরসা রাখা যাচ্ছে না। সিবিআই তদন্তই একমাত্র বিকল্প।” পরে এই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত হয় এবং সেখানেও সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকে।
সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয়।