279
আজ, রবিবার থেকে ফের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও আভাস হাওয়া অফিসের।
উত্তুরে হাওয়ার প্রভাবে ফের শীতের আমেজ ফিরতে চলেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বছরের শেষ লগ্ন এবং নতুন বছরের শুরুর দিকে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি বেশি। তবে আজ সেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়ার জেরে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।