প্রথম পাতা প্রবন্ধ এসো এসো আমার নববর্ষ ২০২৫

এসো এসো আমার নববর্ষ ২০২৫

39 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

ক্রিসমাস সপ্তাহ চলছে। চারিদিকে “জিংগেল বেল, জিংগেল বেল”-এর সুর, আলোয় আলোয় সাজানো মানুষের মনের ভিতরের আর বাহিরের আবেগ। কালের নিয়মে তুমি এসেছিলে একদিন ২০২৪, আজ আর কয়েকটি দিন পরে তুমি বিদায়ের বেদনায় চলে যাবে।রেখে যাবে বিগত একটি বছরের আমাদের আটপৌরে সাধারণ জীবনের নানান ওঠাপড়ায়, নানান ভালোমন্দয়,নানা হাসিকান্নায়,সুখেদুখে,তোমার আমাদের সাথে থাকার কতো কতো স্মৃতি।

এই শীতের সকালে, সন্ধ্যায়, রাতে, তোমার নীরব কান্না নীহারকনা, শবনমের আকারে নীলচে সবুজ ঘাসেদের শরীরে মোহরকুঁচির মতো একা একা রয়ে যাবে একান্ত একাকী নিঃসঙ্গতায়। ভোরের ম্লান সূর্য তার রোদ্দুরের আলোর আলিঙ্গনে সেই রাতের শিশির হয়তো মিলিয়ে যাবে অতীতের নকশীকাঁথায়,শুধু রেখে যাবে অতীতের আলিম্পনে আমাদের,আর তোমার চলে যাওয়ার বিরহ বিদুর বেদনা। যাবার আগে তুমি মৌনমুখরতায় হয়তো বলে উঠবে,–” আমার যাবার সময় হোল,দাও বিদায়..”।

এরপর তুমি চলে যাবেই, চলে যাবেই তুমি অবধারিতভাবে। ৩১ শে ডিসেম্বরের রাত ১২টায় সারা বিশ্ব আলোর উজ্জ্বলতায় দেখতেই পাবেনা হয়তো তোমার চোখের জল। শুধু দেখতে পাবে সেই চারিদিকে নববর্ষ ২০২৫ এর আবাহনীর বোধন, উদ্বোধন।

ওগো বন্ধু, ২০২৪, আমি আর আমার মতো অনেক মানুষ মনের অনুভবের চোখ দিয়ে দেখতে পাবে তোমাকে,দেখতে পাবে তোমার চোখে ৩১ শে ডিসেম্বরের রাতের সেই কান্না,যা শিশিরে শিশিরে বিদায়ের কথা কয়।

ভালো থেকো ২০২৪। অনেক হারানো,অনেক ব্যথা বেদনা,অনেক অন্যায় অবিচারের সাক্ষী তুমি।অনেক আনন্দের,অনেক মহত্বের দোসর তুমি,–তুমি ভালো থেকো। আর তোমার বিদায়বেলায় তুমি যে দায়িত্ব দিয়ে যাবে নববর্ষ ২০২৫-এর হাতে,তাকে বলে যেও,সেও যেন তোমারই মতো আমাদের সকলের সুখ-দুঃখের সাথী হয়ে ওঠে। আমরা তাকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি।

এসো এসো আমাদের ঘরে, ভালোবাসার নকশীকাঁথায় পা রাখো, তুমি,আলতো করে পা রাখো এই উদ্বোধনে,ওগো আমাদের নববর্ষ ২০২৫। তোমার এই আগমনে আমাদের ঘরে ঘরে জ্বলে উঠবে মঙ্গলদীপ,বেজে উঠবে মাঙ্গলিক শঙ্খধ্বণি। আটপৌরে সাধারণ জীবনের নানান ওঠাপড়ার মাঝেও আনন্দের রোশনচৌকি পাতা রয়েছে তোমার বোধনের অপেক্ষায়। তুমি এসো,তুমি এসো,তোমার যা কিছু ভালো, সেই আশীর্বাদ নিয়ে। ভরিয়ে দিও,আমাদের জীবনের,আমাদের মনের সব শূন্যতাকে। আদরে সাদরে তাই তোমাকে জড়িয়ে আমরা বাঁচবো,দিনযাপনের প্রতিটি মুহূর্ত কাটাবো,তোমার শীতলপাটিতে আমাদের সমস্ত ভালোবাসা বিছিয়ে দিয়ে।

কেটে যাবে যা কিছু অন্ধকার। মুছে যাবে যা কিছু জীর্ণ, যা কিছু দীর্ণ,যা কিছু অশুভশক্তি, সমস্ত কিছু। “অন্ধকারের উৎস হতে উৎসারিত যে আলো, সেই তো তোমার আলো।”
“তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে,তব পূণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে।”

এসো এসো আমাদের ঘরে ঘরে নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে, ওগো নববর্ষ ২০২৫।

সুস্বাগত সুস্বাগত সুস্বাগতম
★২০২৫★
নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন।
সকলে ভালো থাকুন।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.