বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের হৃদয়পুরের একটি পুকুর থেকে উদ্ধার হল মানুষের দেহের টুকরো টুকরো অংশ। গত কয়েক দিন ধরে পুকুরে ভাসমান প্লাস্টিকের প্যাকেটগুলি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতেই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। রবিবার পুকুর থেকে মোট ৩টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, যার প্রতিটিতেই মানুষের দেহাংশ মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি প্যাকেট থেকে দেহাংশ উদ্ধার হওয়ার পর রবিবার সকালে আরও তিনটি প্যাকেট পাওয়া যায়। কার দেহ এবং কীভাবে এটি পুকুরে এল, সে বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাধারণত এই এলাকা শান্তিপূর্ণ। এমন ঘটনার নজির আগে কখনও ছিল না। একজন বাসিন্দা বলেন, “পুকুরের চারপাশে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। নিরাপত্তার জন্য ক্যামেরা বসানো উচিত ছিল।”
পুলিশ জানিয়েছে, দেহাংশ শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে পুকুর সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।