ছত্তীসগঢ়ের মুঙ্গেলি জেলার সারগাঁওয়ে একটি লোহার কারখানায় চিমনি ধসে পড়ার ঘটনায় বৃহস্পতিবার বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ওই চিমনির নিচে অন্তত ৩০ জন শ্রমিক আটকে পড়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উদ্ধারকাজ চালাচ্ছেন। মুঙ্গেলির কালেক্টর রাহুল দেব জানিয়েছেন, উদ্ধার অভিযান জোরকদমে চলছে।
VIDEO | A chimney collapsed at a steel plant in Mungeli, Chhattisgarh earlier today. Several labourers feared trapped under it. More details awaited.