কলকাতা: চিকিৎসকদের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশটি হবে আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘উত্তীর্ণ’ সভাগৃহে। রাজ্যের চিকিৎসকদের বিভিন্ন সমস্যার সমাধানে গঠিত গ্রিভান্স রিড্রেসাল কমিটির উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।
গত অক্টোবরে আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং তাদের বেশিরভাগ দাবিই মেনে নেন। সেই বৈঠকের পরেই অনশন প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী নিজে এই সমাবেশে উপস্থিত থেকে চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতালের পরিকাঠামো নিয়ে আরও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সমাবেশে রাজ্যের সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হয়েছে। চিকিৎসকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং হাসপাতালগুলির পরিষেবা উন্নত করার বিষয়ে মতামত প্রদান করবেন। বিশেষত, কীভাবে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়েও আলোচনা হবে।
এ দিকে, সমাবেশের মাত্র কয়েকদিন আগেই, ১৮ জানুয়ারি আরজি কর ধর্ষণ-খুন মামলার একমাত্র অভিযুক্তের সাজা ঘোষণা করা হবে। ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রীর বক্তৃতায় এই মামলার প্রভাব এবং স্বাস্থ্য খাতে রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা উঠে আসার সম্ভাবনা রয়েছে। চিকিৎসক-প্রশাসন সম্পর্ক আরও নিবিড় করার উদ্দেশ্যে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।